বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো রিচার্জ করুন ২০২০

ব্যালেন্স শেষ হওয়া নিয়ে আর টেনশন নেই ।


কারণ বাংলাদেশে এই প্রথম বাংলালিংক ও বিকাশ নিয়ে এলো অটো  রিচার্জের দারুণ সুবিধা!

এখন যেকোনো বাংলালিংক প্রিপেইড গ্রাহকের  মোবাইল ব্যালেন্স ১০ টকা বা তার কম হলেই, তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অটো রিচার্জ হবে। 











শুধুমাত্র বিকাশ গ্রাহকরা তাদের নিজস্ব বাংলালিংক নাম্বারের জন্য এই অফারটি উপভোগ করতে পারবেন। আর তাই বিকাশ থেকে বাংলালিংক অটো রিচার্জ করে কথা বলুন বেশি বেশি।

আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বাংলালিংক অটো রিচার্জ সুবিধা চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।












ডায়াল করুন ঃ *247#

মেন্যু থেকে “মোবাইল রিচার্জ” অপশনটি বেছে নিন। এরপর অপারেটর হিসেবে ”বাংলালিংক” অপশনটি বেছে নিন এবং সব শেষে ”অটো রিচার্জ” অপশন বেছে নিন।

ধন্যবাদ

Post a Comment

0 Comments