# তিনবার সূরা ইখলাস পাঠ = এক বার কোরআন পাঠ করার সমান।
# চার বার সূরা কাফিরুন পাঠ = এক খতম কোরআন পাঠ করার সমান।
# ফরয নামাজের পর আয়াতুল কুরসি পাঠ = মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোন বাধা থাকে না।
# ঘুমানোর সময় সূরা আয়াতুল কুরসি পাঠ করলে = একজন ফেরেশতা সারারাত পাহারা দিবে।
# ঘুমানোর সময় সূরা কাফিরুন পাঠ করা = শির্ক থেকে মুক্ত।
# রাতে সূরা মূলক পাঠ = কবরের আযাব থেকে মুক্তি।
# জামাতে নামাজ আদায় = ২৫/২৭ গুন বেশি সওয়াব।
# রমজান মাসের উমরা = হজ্বের সমতুল্য।
# জানাযার নামাজ আদায় করা = ১ কীরাত সওয়াব (১ কীরাত হল উহুদ পাহাড়ের সমান)
# জানাযার নামাজ আদায় করা + দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত থাকা = ২ কীরাত সওয়াব।
# উযূ করে নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা করা = প্রতি কদমের বিনিময়ে একটি গুনাহ মাফ ও একটি মর্যাদা বৃদ্ধি ।
(সূত্র : বুখারী ৬৪৮,৭৯৯,৫০১৫। আবু দাউদ ৫০৫৫। তিরমিযী ৯৩৯,২৮৯৩)
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুন।
আমিন
0 Comments
Please do not enter any spam link in the comment box.