ফিরে আসো না


শিল্পীঃ ইমরান মাহমুদুল
সুর ও সংগীতঃ ইমরান মাহমুদুল
রিলিক্সঃ স্নেহশীষ ঘোষ



স্মৃুতির মাঝে ডুব সাঁতারে
বুকের ভেতর উঠছে কেঁপে
জলরাশিতে চোখের সাগর
থেমে থেমে উঠছে কেঁপে।
 বলো কিভাবে রব এভাবেে
আমায় গোছাবে কে দু হাতে
ফিরে আসো না আর তো পারিনা
বাচিঁ চলনা আবার একসাথে.....












কতটা কঠিন বাঁচা তুমিহীন
আঁধারে বিলিন স্বপ্নেরা হায় থেমে
জীবন আছে  এখন বাঁচার এমন মানে কোথায়
কেন যে হায় পূর্ণতা কে মেলালে নীল শূন্যতা কেবল
কিভাবে রব এভাবে আমায় গোছাবে কে দুহাতে
ফিরে আসো না আর তো পারিনা
বাচিঁ চলনা আবার একসাথে.....















হারানো ক্ষত অভিরতমনেতে
কত ব্যাথা দিয়ে যায়দিনে
রাতে আর্তনাদে 
প্রেম যে কাদেঁ কি করে বুঝাই
কেন যে হায় পূর্ণতা কে মেলালে নীল শূণ্যতা কেবল
কিভাবে রব এভাবে আময় গোছাবে কে দুহাতে
ফিরে আসো না আর তো পারিনা
বাচিঁ চলনা আবার একসাথে.....

Post a Comment

0 Comments