সারা রাত ভর । ইমরান মাহমুদুল

গানঃ রাত ভর
কন্ঠঃ  ইমরান মাহমুদুল
কথাঃ রবিউল ইসলাম জীবন


সারা রাত ভর
চোখের ভেতর
স্বপ্নে তোমার আনাগোনা।
নেমে আসে ভোর
থাকে তবু ঘোর,
হাওয়ায় হাওয়ায় জানা শোনা।
তুমি দেখা দিলে তাই
মনে জাগে প্রেম প্রেম কল্পনা্
আমি তোমার  হতে চাই,
এটা মিথ্যা কোন গল্প না।

ছুঁয়েছ হৃদয় আমার প্রেমেরই আবীর মেখে,
ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে।
তুমি আছো ভাবনাতে
পুরোটাই একটুও অল্প না।
আমি তোমার  হতে চাই,
এটা মিথ্যা কোন গল্প না।

ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে,
আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে।
শুধু তোমায় নিয়ে আমি সাজাই
এ মনের সব জল্পনা।
আমি তোমার  হতে চাই,
এটা মিথ্যা কোন গল্প না।

ওওওওওওওওওওওওওওওওওওওওও

Post a Comment

0 Comments