How to Add Visitor Counter in my Blogger or Any Website

ব্লকে  ভিজিটর কাউন্টার যুক্ত করার উপায়:


আমরা অনেকেই ব্লকের সাথে যুক্ত আছি। বেশির ভাগ মানুষই জানেন না কি করে খুব সহজ ভাবে একটি ব্লকে  ভিজিটর কাউন্টার যুক্ত করা যায়। আজ আমি খুব সহজ ভাবে শিখাবো ব্লকে  ভিজিটর কাউন্টার যুক্ত করা। তাই দেরি না করে চলোনো দেখা যাক

১. ব্লকে  ভিজিটর কাউন্টার যুক্ত করার জন্য আমাদের একটা ওয়েবসাইডে যায়তে হবে। আমি ওয়েবসাইডের লিংকটা নিচে দিয়ে দিব। সেখান থেকে আপনি ক্লিক করে ওয়েবসাইডে ঢুকে যাবেন।

লিংক : https://www.hitwebcounter.com/

ঢুকার পর আপনি 
উপরের ছবির মতো দেখতে পাবেন। তারপর আপনার পছন্দের মতো একটা ডিজাইন সিলেক্ট করবেন।

২. আপনি যেকোন একটাকে পছন্দ করে সেই ডিজাইনের উপর ক্লিক করবেন।


৩. যেকোন একটা ইস্টাইলের উপর ক্লিক করার পর লাল তীর চিহৃ দেওয়াটাতে ক্লিক করবেন।





৪. তারপর এরকম একটা HTML কোড আসবে।

সেটাকে ভালো ভাবে সম্পূর্ন্ন  ভাবে কপি করতে হবে । 

৫.  কপি করা  HTML কোডটা আপনার ব্লোগারে এসে Layout এ ক্লিক করতে হবে।

৬. তারপর যেকোন একটা সাইটবার এ Add a Gadget এ ক্লিক করতে হবে।

৭.  ক্লিক করার পর নিচের মতো দেখতে একটা কিছু অপশন আসবে।

এখান থেকে আপনাকে HTML/JaveScript নামে অপশনটাকে ক্লিক করে + টাতে ক্লিক করতে হবে।

৮.  তারপর নিচের মতো একটা বক্স আসবে। সেই বক্সের Title অপশনে আমাদের কে Visitor Counter লেখাটা লেখতে হবে।



Visitor Counter ই যে লেখতে হবে এমন কোন কথা নাই। আপনার যেটা ইচ্ছা সেটাই লেখতে পারেন।
৯.  তারপর নিচের বড় বক্সটাতে আমাদের কপি করা HTML কোডটা পেষ্ট করতে হবে।


১০.  সম্পূর্ন্ন কোডটা কপি করার পর আপনাকে অবশ্যই Save Button Click করতে হবে। 
 
Save ButtonClick না করলে কিন্তু আপনার কাজ হবে না।
১১.  পরিশেষে আপনার ব্লকে গিয়ে দেখতে পাবেন ব্লকের নিচে  নিচেরটার মতো দেখতে পাবেন।
আশা করি আপনি আমার মতো করে কাজ করতে পারলে আপনার Visitor Counter করা অপশনটা চালু হয়ে যাবে।



যদি ভালো লাগে তাহলে আমাদের একটা Youtube Channel আছে অবশ্যই Subscribe করে রাখবেন।
Subscribe করার জন্য এইখানে Click করুন। 

 
আপনি চাইলে নিচের ভিডিওটাও দেখে দেখে করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আরেকটা উপায় বলে দিলাম।




ধন্যবাদ ওয়েবসাইডের সাথেই থাকবেন!!!! লাইক,কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।

Post a Comment

0 Comments