কম্পিউটার অন করলে অনেকে refresh করে। এই refresh এর কাজ কী?
কোন মানুষকে যদি প্রশ্ন করা হয় যে কম্পিউটার বা লেপটপে রিফ্রেশ দিলে কি হয়? উওরে বেশি ভাগ মানুষই বলবে যে কম্পিউটার বা লেপটপে রিফ্রেশ দিলে কম্পিউটার বা লেপটপ আগের থেকে ফাস্ট কাজ করে।
আসলে এই ধারনাটা ভুল। রিফ্রেশ দিলে যদি ফাস্ট ই কাজ করতো তাহলে মানুষ কম্পিউটারকে ফাস্ট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার না করে সারাদিন শুধু রিফ্রেশ ই দিতো।
আসলে রিফ্রেশ দিলে কম্পিউটার বা লেপটবের ভিতরে কোন কাজ করেনা। যখন আমরা রিফ্রেশ দেই তখন শুধু এইটা আমাদের কম্পিউটার বা লেপটপের মনিটরে কাজ করে থাকে। এইটা দিলে কিছু সময়ের জন্য মনিটরের উপরেই কাজ যার জন্য অনেক মানুষই মনে করে যে এইটা দিলে কম্পিউটার ফাস্ট কাজ করে।
একটি ফোল্ডারের বৈশিষ্ট হচ্ছে ফোল্ডারে কিছু পরিবর্তন হলে অপারেটিং সিস্টেম ফোল্ডারটি স্বয়ংরিফ্রেশ করে, অর্থাৎ নতুন হালনাগাদ কার্যকর করে। যদি কোনো কারনে এ স্বয়ংক্রিয় রিফ্রেশ না হয় তখনই ম্যানুয়ালি অর্থ্যাৎ নিজ থেকে রাইট ক্লিক করে রিফ্রেশ করতে হয়।
তো রিফ্রেশ করা হয় বা করতে হয় শুধু তখনই, যখন ডেস্কটপে বা কোনো ফোল্ডারের ভিতর কোনো ফাইল/ফোল্ডারে পরিবর্তন করা হলে তা ঠিক মত দেখা যায়না বা দেখায় না। এসময় রিফ্রেশ করলে অপারেটিং সিস্টেম পরিবর্তনটি ঠিক করে ফেলে এবং মনিটরে আপডেটেড ফলাফল দেখায়।
এছাড়া ডেস্কটপে কোন ফোল্ডার যদি এলোমেলো আকারে থাকে তাহলে রিফ্রেশ দিলে এইটা ঠিক হয়ে যায়।
সুতরাং এতদিন যা শুনে এসেছেন যে রিফ্রেশ কম্পিউটারে গতি বৃদ্ধি করে বা এরকম কিছু, তা ভুল। তো ডেস্কটপে বার বার রিফ্রেশ করে কোনো লাভ নেই। উল্টা আপনার পিসিতে যদি কোনো কাজ সম্পূর্ণ শক্তি নিয়ে চলতে থাকে, তাহলে এ রিফ্রেশের ফলে ঐ কাজের গতি ঐ সময়ের জন্য কিছুটা কমে যাবে, কারন রিফ্রেশ করতেও কিছুটা শক্তি দরকার।
তো অযথা আর রিফ্রেশ করবেন না।
আশা করি যখন আপনি আমার এই কথাগুলো পড়বেন তখন থেকে আপনার মন থেকে এই ভুল ধারনাটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
0 Comments
Please do not enter any spam link in the comment box.