ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের কিছু কারন

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের কিছু কারনঃ 


১। ফেসবুক থেকে অনেক সময় একই ম্যাসেজ বার বার পাঠানো হয় এবং একি পোস্ট বার বার করা হয়।এই কাজ গুলো বার বার করা হলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক।

২।ফেসবুক এ কোন ধরনের হুমকি বা ক্ষতিকারক বা কোন এডাল্ট কন্টেন্ট, ম্যাসেজ বা পোস্ট কারা  হলে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

৩।আর এক আইডি থেকে বেশী পরিমান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।কারন একাধিক রিকোয়েস্ট পাঠানো হলে ফেসবুক থেকে সতর্ক দেয় হয় সেটা না মানলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।

৪।ফেসবুক এ কোন ধরনের আপত্তিকর ভিডিও বা ছবি দেয়া হলে অ্যাকাউন্টটি বাতিল হতে পারে।

৫।এটি পোস্ট বার বার করার ফলে সে পোস্টটি স্প্যাম বলে ধরে নেয় এবং এর কারনে ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করে দেয়া হয় স্প্যাম এর কারনে।

৬।কোন ধরনের সেলিব্রেটির নাম নিজের নামের পরিবর্তে ব্যবহার করলে এবং এর সঠিক অভিযোগ দেয়া হলে অ্যাকাউন্ট বাতিল হয়ে যায়।

৭।ফেসবুক অ্যাকাউন্ট এ যদি কোন ধরনের মিথ্যা তথ্য দিয়ে খোলা হলে এবং আইডি ভেরিফাই না হলে সেটি বাতিল হয়ে যায়।

৮। যদি কোন আইডি ভেরিফাই না করে অ্যাকাউন্টে শুধু বিজ্ঞাপন দেয়া তাহলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে।

সাধারণত এইসবের কারনে ফেসবুক আইডি বন্ধ হয়। তাই সবার উচিত এইসব থেকে বিরত থেকে নিজের আইডি রক্ষা করা।



Post a Comment

0 Comments